Road Marking
& Lane
Road Marking এবং লেন শুধু নতুন ড্রাইভার যারা আছেন তাদের জন্য নয়
এটি অনেক অভিজ্ঞ চালকদের জন্যেও ব্রিভ্রান্তিকর । বাংলাদেশের অনেক ড্রাইভাররা ট্রাফিক নিয়ম ও সড়ক নিরাপত্তা নিয়ে উদ্দিগ্ন থাকেন
না । তাদের কাছে ট্রাফিক নিয়ম গুলো কেবল লাল , হলুদ, সবুজ লাইটের মধ্যেই সীমাবদ্ধ
। কিন্তু বাস্তবে প্রতিনিয়তই এই নিয়ম গুলো না জানার কারনে অসংখ্য দুর্ঘটনা ঘটছে ।
তাই আজকে সড়কের Road Marking ও lane Marking সম্বন্ধে দ্রুত জেনে
নেই ।
1. BROKEN WHITE CENTER LINE OR LANE DIVIDER (Dotted White center line)
একটি
ভাঙা সাদা লাইন (প্রতি কয়েক
ফুট ছোট ছোট রেখা) দুটি লেনের রাস্তার কেন্দ্র নির্দেশ করে বা মাল্টি লেন রাস্তাগুলিতে
লেনের মধ্যবর্তী অংশটি চিহ্নিত করে। যেহেতু লাইন "ভাঙা" হয়, তবে এর অর্থ হল আপনি এটি অতিক্রম করার সময় লেন পরিবর্তন করতে
পারবেন এবং তা অবশ্যই নিরাপদ ভাবে করতে হবে ।
2. BROKEN YELLOW LINE ( Dotted Yellow center line)
একটি ভাঙা হলুদ
লাইন (প্রতি কয়েক ফুট ছোট ছোট রেখা) এটি নির্দেশ করে যে আপনি অন্য লেনের মাধ্যমে অন্য গাড়িটি পাস করতে পারেন যখন এটি পরিষ্কার এবং নিরাপদ
হয়। এইগুলি সাধারণত দুটি লেন রাস্তায় দেখা যায়। রাস্তায় হলুদ ও সাদা লাইনের মধ্যে একটি পার্থক্য আছে। হলুদ লাইন
দুটি রাস্তার মাঝখানে চিহ্নিত করতে ব্যবহৃত হয়। মানে হলুদ লাইন ভিন্ন ট্র্যাফিক
বিভিন্ন দিক চলন্ত। হোয়াইট লাইন মাল্টি লেন রাস্তায় লাইনের মধ্যে একটি দিকের
ট্র্যাফিকের মধ্য দিয়ে বিভক্ত।
3. SOLID WHITE CENTER
LINE
এর মানে
হল যে লেন পরিবর্তনকে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু অবৈধ নয়। লেন
পরিবর্তনকে নিরুৎসাহিত করা হয়েছে যদি না অন্য লেন একবারে পরিস্কার থাকে । এটি
প্রায়ই ট্র্যাফিক ভাগাভাগি করা হয় এবং প্রধানত মাল্টি-লেন মহাসড়কের অংশগুলিতে
পাওয়া যায় যেখানে নির্মাণ ঘটছে।
4. SOLID WHITE DOUBLE
LINE
এই
লাইনগুলি বোঝাচ্ছে যে লেন পরিবর্তনটি অবৈধ। উপরের ছবিতে দেখানো হয়েছে, যেখানে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেখানে যেকোনো স্থানেই ঘটতে
পারে, যেমন মহানগরী এলাকায় যেখানে টোল লাইনগুলি
বিদ্যমান।
5. SOLID YELLOW DOUBLE
LINES
সর্বাধিক
2-লেন পাশাপাশি গ্রামীণ মহাসড়ক পাওয়া যায় । এই লাইন ইঙ্গিত দেয় যে কোন পাসিং ঘটতে পারে না। মহাসড়কের বিভিন্ন অংশে পাওয়া যায় যেমন বক্র রাস্তা এবং
পাহাড়ের উপরে রাস্তা। এগুলো শহরের
রাস্তাগুলিতেও দেখা যায় ।
6.
COMBINATION OF SOLID AND BROKEN LINES
যদি আপনার পাশের লাইন
ভাঙ্গা হয়, আপনি এটি প্রসারিত করতে পারেন। এখানে ওভারটেক তখনি
করা যায় যখন লেন নিরাপদ থাকে। আপনার পার্শ্বের লাইনটি
যদি ক্রমাগত হয় তবে ক্রস করা যাবে না । ওভারটেকও করা যাবে না।
7.
WHITE BORDER OR EDGE LINES
এই লেনগুলো Carriageway এর শেষ প্রান্তে
দেওয়া হয় অর্থাৎ গাড়ি চলাচলের একদম শেষপ্রান্ত । এই লাইনের মধ্যে থেকে ড্রাইভার
তার গাড়ি অনায়েশে চালাতে পারবেন ।
8.
YELLOW EDGE LINES
যেখানে যাত্রী বা পণ্যগুলি ওঠানামার জন্য
একটি ক্রমাগত হলুদ প্রান্ত লাইন প্রয়োগ করা হয় এই সমস্ত জায়গায় আপনার গাড়িকে
থামাতে বা পার্ক করাতে পারবেন না । এই
এলাকায় পরিষ্কার রাখা প্রয়োজন যাতে ড্রাইভার এবং পথচারীরা একে অপরকে অপ্রত্যাশিত
দেখতে পায় এবং সড়ক নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করা হয়।
9. STOP
LINE
একটি
স্টপ লাইন রাস্তার সংযোগস্থল / ছেদকুলের চূড়ান্ত প্রান্তের পূর্বে আঁকা একটি একক লাইন।
এই লাইনটি ইঙ্গিত দেয় যে ট্র্যাফিক লাইট জ্বললে আপনাকে
কোথায় থামাতে হবে। যেখানে একটি পথচারী ক্রসিং প্রদান করে ,
স্টপ লাইনটি পথচারী ক্রসিংয়ের আগে চিহ্নিত করা হয়।
10.
PEDESTRIAN CROSSINGS
এই
বিকল্প কালো এবং সাদা স্ট্রাইপগুলি সাধারণত রাস্তায় সমান্তরালে আঁকা হয় যা
সাধারণত জেব্রা ক্রসিং নামে পরিচিত। পথচারীদের কেবলমাত্র সেই স্থানের মাধমেই রাস্তা ক্রস
করতে হয় যখন ত ক্রসিংয়ে
সংকেত তাদের পক্ষে থাকে। আপনাকে অবশ্যই এই ক্রসিং
থামতে হবে এবং পথচারীকে অবশ্যই পারাপারের রাস্তা করে দিতে হবে ।
আমার সম্বন্ধে জানতে About me , Academic , Co-curriculum এ Click করুন
। আমাকে Social Media তে Follow করতে হলে নিচের লিংক এ Click করুনঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন