এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

প্রোজেক্ট প্লানিং ও ডিজাইন প্রসেস এর বিভিন্ন সদস্যদের ভুমিকা


প্রোজেক্ট প্লানিং ও ডিজাইন প্রসেস এর বিভিন্ন সদস্যদের ভুমিকা

কোন প্রোজেক্ট প্লানিং ও ডিজাইন প্রসেস এ তিন ধরনের চরিত্র থাকে।সিভিল ইঙ্গিনিয়ারিং এর ছাত্র হিসাবে এই তিন চরিত্রের সাথে আমরা পরিচিত ।

০১. আর্কিটেক্ট

০২. স্ট্রাকচার ইঞ্জিনিয়ার
০৩. এস্টিমেটর বা কোয়ান্টিটি সার্ভেয়ের ।

কোন প্রোজেক্ট প্লানিং ও ডিজাইন এ প্রত্যেকের কাজ সম্মন্ধে আমরা একটু জেনে নেই .


আর্কিটেক্টঃ আর্কিটেক্ট হলেন একটি প্রোজেক্ট এর নির্দিষ্ট অবস্থা লক্ষ্য করে ও পরিবেশ গত মান যেমন  আলোর অবস্থা শব্দ প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি বিবেচনায় ডিজাইনের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি । আর্কিটেক্ট কাজ শুরু করেন ক্লাইন্টের ব্রিফিং থেকে ।


স্ট্রাকচার ইঞ্জিনিয়ারঃ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হলেন কোন প্রজেক্টের দায়িত্তপ্রাপ্ত সেই ব্যক্তি যিনি নিশ্চিত করেন কোন অবকাঠামোর উপর আগত সকল ধরনের লোড এবং এর ফলে অবকাঠামোতে ডিফ্লেকশন ও ক্র্যাক অবকাঠামো জেন প্রতিরোধ করতে পারে ।

এস্টিমেটর বা কোয়ান্টিটি সার্ভেয়েরঃ এস্টিমেটর বা কোয়ান্টিটি সার্ভেয়ের হলেন কোন প্রজেক্টের দায়িত্তপ্রাপ্ত সেই ব্যক্তি যিনি প্রোজেক্টের যে কাজ গুলো হবে তার পরিমান ও মূল্য নির্ধারণ করে থাকেন ।

তাই সহজ ভাষায় যদি বলতে চাই
* আর্কিটেক্ট ঠিক করেন প্রজেক্টি কিভাবে দেখতে সুন্দর ও ব্যবহার করতে পূর্ণ সুবিধাপাওয়া যায়।
* স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ঠিক করেন কিভাব অবকাঠামো টি দাড়িয়ে থাকবে ।
* এস্টিমেটর বা কোয়ান্টিটি সার্ভেয়ের নির্ধারণ করেন সবচেয়ে কম খরচে কিভাবে প্রোজেক্ট টি নির্মাণ করা যায়। 


Contact Me 

আমাকে Social Media তে Follow করতে হলে নিচের লিংক এ Click করুন ঃ


 Facebook Profile : Click here
YouTube Chanel  : Click here
Twitter  Profile     : Click here

                 email me:  Click Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন