এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

পাজোলানা (Pazzolana)



পাজোলানা (Pazzolana)

সিভিল  ইঙ্গিনিয়ারিং এর ছাত্রহিসাবে পাজোলানা/Pazzolana নামটি ইটসিমেন্ট কংক্রিটএর গুনাগুন বিবেচনায় আমরা অনেকবার শুনি। আসলে পাজোলানা/Pazzolana জিনিসটা কি ? 

রোমানরা ও গ্রীকরা সর্বপ্রথম আবিষ্কার করে যে আগ্নেয়গিরির ছাই ও চুনাময় পাথর, বালি, চুনের সাথে পানি মিস্রিত করে মর্টার তৈরি করা হয় তাহলে সেটি অনেক শক্তিশালী ও স্থায়িত্বশীল হয় । 
রোমানরা এই আগ্নেয়গিরির ছাই ও চুনাময় পাথর ইতালির ভিসুভিয়াস পর্বতের পাশের একটি গ্রাম পাজোলি থেকে সংগ্রহ করত । এই আগ্নেয়গিরির ছাই ও চুনাময় পাথরের মধ্যে প্রাকৃতিক সিলিকা পাওয়া যায় এবং পাজোলি থেকে সংগ্রহ করা তাই এর নাম পাজোলানা/Pazzolana হয় । 
কিন্তু পরবর্তীতে পাজোলানা/Pazzolana বলতে প্রাকৃতিক ও কৃত্তিম ওই সকল উপাদান কে বুঝায় যার কেমিক্যাল কম্পজিশন আগ্নেয়গিরির ছাই ও চুনাময় পাথর এর মত পাজোলি গ্রামে পাওয়া যায় ।



Contact Me 

আমাকে Social Media তে Follow করতে হলে নিচের লিংক এ Click করুন ঃ


 Facebook Profile : Click here
YouTube Chanel    :  Click here
Twitter  Profile     : Click here



              email me:   Click Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন