Flexure Strength of Concrete
Flexure strength or stress বলতে মুলত Bending
Stress বুঝায় । অর্থাৎ মেম্বারের বাকা হওয়া প্রতিরোধ করতে যে Stress
উৎপন্ন হয় সেটি Bending Stress or Strength. এটি
Ultimate tensile strength in bending নামেও পরিচিত। এই Ultimate
tensile stress কংক্রিটের splitting or direct tensile
stress এর চেয়ে বড়।
Concrete এর Maximum tensile
stress in bending ই হল Flexure
strength of concrete। এর অবশ্য আরেকটা নাম আছে যা Modulus of Rupture নামে
পরিচিত ।
এই
Modulus of Rupture ল্যাব এ টেস্ট করে সুত্র প্রয়োগ করে নির্ণয় করা হয় ।
Modulus of Rupture, fr = Mc/I
এছাড়া ACI Code অনুযায়ী Modulus of Rupture fr = 7.5 √ f`c f`c = psi
Splitting strength এর সাহায্যে fr = (1.25 থেকে 1.50) x f`sp
Modulus of Rupture মুলত কংক্রিটের Compressive
strengthএর 11%-23% ধরা হয় ।
তবে 4000psi কংক্রিটের
ক্ষেত্রে এর মান 15% ধরা হয় ।
আমার সম্বন্ধে জানতে উপরে About me , Academic , Co-curriculum এ Click করুন ।আমাকে Social Media তে Follow করতে হলে নিচের লিংক এ Click করুন ঃ
Facebook Profile : Click here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন