এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

Tensile Strength of Concrete



আজকে আমরা আলোচনা করব Tensile Strength of Concrete নিয়ে 

আমরা সকলেই জানি যে কংক্রিট প্রচণ্ড চাপ নিতে পারে কিন্তু সে তুলনায় টান নিতে পারে না । অর্থাৎ কংক্রিটের Compression Strength অনেক বেশি কিন্তু Tensile Strength অনেক কম । কিন্তু আসলে কত টুকু বা কিভাবে আমরা তা নির্ণয় করতে পারব ? 



Steel এ Direct tension নির্ণয় করা হয় Universal Testing Machine (UTM) এর মাধ্যমে। কিন্তু Concrete এর Direct tension টেস্ট করে tensile Strength জানা সম্ভব হয় না । কারন কংক্রিটে Universal Testing Machine (UTM) এর মাধ্যমে সঠিক ভাবে লোড প্রয়োগ করা ও স্ট্রেস কেন্দ্রীভূত হয় । তাই কংক্রিটের টান শক্তি জানার জন্য পরোক্ষ পদ্ধতির আশ্রয় নিতে হয়। এই পদ্ধতিকে Splitting Test of Concrete বলে।







চিত্র ১


চিত্র ২ 


  

এই পদ্ধতিতে কংক্রিট সিলিন্ডারকে Universal Testing Machine (UTM) এ খাড়া ভাবে না বসিয়ে শোয়ানো হয় (চিত্র ১ )তারপর এর বক্র তল বরাবর বল প্রয়োগ করা হয় । এভাবে বল প্রয়োগ করা হয় যতক্ষণ না পর্যন্ত মাঝ বরাবর চিত্রের মত ফেটে যায় (চিত্র ২)তার পর সর্বচ্চো বল P নিয়ে সুত্রের মাধ্যমে Splitting tensile stress নির্ণয় করা হয় । 

সুত্র   

Splitting tensile stress, f`sp = 2P/ πLD

 

Splitting tensile stress এর মাধ্যমে Direct Tensile Strength নির্ণয় করা যায়।

 

Direct Tensile Strength = 0.5 f sp ` থেকে 0.7 f`sp

সাধারণত Splitting tensile strength মুলত কংক্রিটের Compressive strength এর মাধ্যমেও নির্ণয় করা যায় । Splitting tensile strength মুলত কংক্রিটের Compressive strengthএর 10% ধরা হয় । Direct Tensile Strength মুলত কংক্রিটের Compressive strength এর 7%-11% এর মধ্যে থাকে । সাধারণত 10% ধরা হয়।  



আমার সম্বন্ধে জানতে উপরে About me , Academic , Co-curriculum  Click করুন ।আমাকে  Social Media তে Follow করতে হলে নিচের লিংক এ Click করুন ঃ


 Facebook Profile : Click here
YouTube Chanel  : Click here
Twitter  Profile     : Click here


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন