এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

Earthquake Resisting Steel properties

ভূমিকম্প সহনশীল ষ্টীলের গুনাগুণ


Construction মাইল্ড ষ্টীল ছয়টি Properties দ্বারা বিবেচনা করা হয়
01.   Unit Weight
02.   Yield Strength
03.   Ultimate Strength
04.   Elongation
05.   Bend Test
06.   Deformation Measurement

Unit Weight
1 মিটার দৈঘ্যের একটি রডের একক ওজন
Yield Strength
ইল্ড স্ট্রেন্থ মুলত রডে যে টান শক্তির কারনে প্রসারন শুরু হয় 
Ultimate Strength
রড ভাঙ্গার পূর্বমুহূর্ত পর্যন্ত যে শক্তি ভন করতে পারে
Elongation
টান শক্তি প্রয়োগের ফলে রড ভাঙ্গার পূর্বমুহূর্ত পর্যন্ত যে পরিমান লম্বা হতে পারে
Bend Test
রড না ভেঙ্গে কত বলে বাকা হয়
Deformation Measurement
রডের সেকশনের আকারের পরিবর্তনের পরিমাণ


এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুন হল Ultimate StrengthYield Strength এর রেশিও ।

Ultimate Strength/ Yield Strength > 1.25

অর্থাৎ কোন রড কে তখনই ভুমিকম্প সহনশীল রড বলা যাবে যখন Ultimate Strength, Yield Strength এর তুলনায় কমপক্ষে ২৫% বেশি হবে।  

বাজারে অনেকে রডকে ভুমিকম্প প্রতিরোধক রড বলে এর Cyclic load নেওয়ার ক্ষমতার মাধ্যমে । এই কথাটি মোটেও সঠিক না। ভুমিকম্প প্রতিরোধের সাথে Cyclic load এর সম্পর্ক নেই ।
আরেকটি কথা অনেক সময় বিজ্ঞাপনে ব্যবহার করা হয় সেটি হল Fatigue. Fatigue ষ্টীলের কোয়ালিটি নির্ণয়ে ব্যবহার করা হয়। আশার কথা হল প্রায় সবগুলো স্টিলই Fatigue গুন সম্পন্ন। তবে Fatigue এর সাথে ভুমিকম্প সহনশীলতার কোন সম্পর্ক নেই। এটি ষ্টীল ব্রীজ ডিজাইনে ও কন্সট্রাকশনে ব্যবহৃত ষ্টীলের ক্ষেত্রে অধিক গুরুত্তপূর্ণ। বিল্ডিং মাইল্ড ষ্টীলের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ নয়। 

তাই আমরা ইঞ্জিনিয়াররা দ্বিধান্বিত হব না । সঠিক ভাবে সব কিছু যাচাই করে Client কে পরামর্শ দেব।   

This article is adopted form the below link article which title isUse of mild steel rebar in seismic design on RC buildings)

Writer
Dr. Khan Mahmud Amanat
Professor,Department of Civil Engineering
Bangladesh University of Engineering & Technology (BUET)
 মুল লেখা ঃ এখানে ক্লিক করুন 


ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুনঃ Click  

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

প্রশ্ন ও উত্তর নংঃ ০২









NH Nazmul  কে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য ?
আজকে একজন Structural Engineer হিসাবে আজকে দেখব এই Building এর Structure এর খুটিনাটি ।
প্রথমে এই Building এর ছবি দেখে মোটামুটি Beam, Column & Span length অনুসারে ধারনা করে এই বিল্ডিং এর প্লান একে ফেলি ও Structure Analysis করি।



প্রথম সমস্যা হচ্ছে এই বিল্ডিং এর জায়গা অনেক কম । মোটামুটি ১ কাঠা এর একটু বেশি। স্বাভাবিক ভাবেই এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার দের চ্যালেঞ্জ থাকে যে এত অল্প জায়গাতে একটি বাসস্থানের সকল সুযোগ সুবিধা যাতে থাকে সেই ব্যবস্থা করা । সেক্ষেত্রে জায়গার সর্বোত্তম ব্যবহার করা একটি গুরুত্তপূর্ণ বিষয় । এই বিল্ডিং এ এই একটি ব্যাপারে একমত হবে যে এই বিষয়টি অনেক ভালভাবে করা হয়েছে।
দ্বিতীয় সমস্যা হল এক কর্নার এ রাস্তা চলে গিয়েছে তাই কর্নারে ফুটিং সহ কলাম বসাতে পারব না ।
তাই ডিজাইনার এই রকম একটি সিদ্ধান্ত গ্রহন করেছেন । নিচ তালাতে সুবিধা করতে না পারলেও কিন্তু দোতালা গিয়ে floor space বেশি পাওয়া যাচ্ছে।
এখন প্রশ্ন হল এই রকম ভাবে ডিজাইন করা Safe কিনা ?




আমরা এই বিল্ডিং কে ২ ভাবে আমরা  Analysis করব।
০১. Structural Analysis
02. Serviceability check
প্রথমেই বলে নেই এখানে Cantilever Beam ব্যবহার করা হয়েছে স্লাব কে support দেওয়ার জন্য। তাই স্লাব এর চেয়ে বিম ও কলাম frame গুরুত্তপূর্ণ । আমরা প্রথমে দেখব এই বিল্ডিং এ যে কলাম ও বিম সেকশন ব্যবহার করা হয়েছে তা Structurally Safe কিনা। এর পরবর্তীতে বিম ও Slab এর Deflection গ্রহণযোগ্য লিমিটের মধ্যে আছে কিনা সেটা দেখব।




এইখানে আমাদের কান্টিলিভার অংশের দিকের কলাম গুলোর আকার বেশি (12 x 20, 12 x 18)। বাকি কলাম গুলা 12 x 12 .
Beam size 12 x 15 নেওয়া হয়েছে। Slab 5 Inch.







· এই information assume করে BNBC এর পদ্ধতি অনুসারে Analysis  করলে নিচের ফলাফল পাওয়া গিয়েছে.       
*          *  মোটামুটি Section গুলো all ok.
·        *   Building irregularity Check Ok

অর্থাৎ  Structurally এই ক্ষেত্রে কোন সমস্যা নেই ।
এখন দেখি serviceability ঠিক আছে কিনা। এক্ষেত্রে serviceability চেক করার জন্য আমরা Deflection check করব।
Beam Section 12 x 15 এর জন্য দুইটা কান্টিলিবার বিম এর জন্য Deflection পাওয়া গিয়েছে 0.49 in & 0.498 in . কিন্তু BNBC  অনুসারে ক্যান্টিলিভার বিম 9.58 ft & 11 ft এর জন্য Deflection 0.47 & 0.55 . তাই ।beam section বাড়ালে বিম ওকে হবে। 


 আরেকটা বিষয় এখানে ক্যান্টিলিভার অংশের মধ্যে দিয়ে Breaching Beam ব্যবহার করা হয়েছে।
এটি দেওয়ার ক্ষেত্রে ডিজাইনার মুলত দুইটি চিন্তা ভাবনা করেছে
·        কান্টিলিভার মেইন বিম দুটিকে সাপোর্ট দেওয়্বা
·        স্লাব এর Deflection কমানো
ফলাফলঃ
·        Beam এর Deflection কমাচ্ছে।
·        Beam er RF কমিয়ে দিচ্ছে বা Beam  কে Support দিচ্ছে।  


উপসংহার
পরিশেষে বলা যে ছবিতে যেভাবে দেওয়া আছে সেভাবেও বিল্ডিং ডিজাইন করা যাবে । তবে প্রপার ডিজাইনার দিয়ে করালে বুঝে সমস্যার সমাধান করবে । অন্যথায় সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে।


আপনাদের কাছে Structurally Challenging মনে হয় এমন কোন Structure দেখলে আমাকে ছবি তুলে পাঠান । চেস্টা করব সমস্যার বিশ্লেষণ করার জন্য।

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুনঃ Click