প্রশ্ন ও উত্তর নংঃ ০২
NH Nazmul কে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য ?
আজকে একজন Structural Engineer হিসাবে আজকে দেখব এই Building এর Structure এর খুটিনাটি ।
প্রথমে এই Building এর ছবি দেখে মোটামুটি Beam, Column & Span length
অনুসারে ধারনা করে
এই বিল্ডিং এর প্লান একে ফেলি ও Structure Analysis করি।
প্রথম
সমস্যা হচ্ছে এই বিল্ডিং এর জায়গা অনেক কম । মোটামুটি ১ কাঠা এর একটু বেশি।
স্বাভাবিক ভাবেই এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার দের চ্যালেঞ্জ থাকে যে এত অল্প জায়গাতে
একটি বাসস্থানের সকল সুযোগ সুবিধা যাতে থাকে সেই ব্যবস্থা করা । সেক্ষেত্রে জায়গার
সর্বোত্তম ব্যবহার করা একটি গুরুত্তপূর্ণ বিষয় । এই বিল্ডিং এ এই একটি ব্যাপারে
একমত হবে যে এই বিষয়টি অনেক ভালভাবে করা হয়েছে।
দ্বিতীয়
সমস্যা হল এক কর্নার এ রাস্তা চলে গিয়েছে তাই কর্নারে ফুটিং সহ কলাম বসাতে পারব না
।
তাই
ডিজাইনার এই রকম একটি সিদ্ধান্ত গ্রহন করেছেন । নিচ তালাতে সুবিধা করতে না পারলেও
কিন্তু দোতালা গিয়ে floor space বেশি পাওয়া
যাচ্ছে।
এখন প্রশ্ন
হল এই রকম ভাবে ডিজাইন করা Safe কিনা ?
আমরা এই বিল্ডিং কে ২ ভাবে আমরা Analysis করব।
০১. Structural Analysis
02.
Serviceability check
প্রথমেই বলে
নেই এখানে Cantilever
Beam ব্যবহার করা হয়েছে
স্লাব কে support
দেওয়ার জন্য। তাই
স্লাব এর চেয়ে বিম ও কলাম frame গুরুত্তপূর্ণ ।
আমরা প্রথমে দেখব এই বিল্ডিং এ যে কলাম ও বিম সেকশন ব্যবহার করা হয়েছে তা Structurally Safe কিনা। এর পরবর্তীতে বিম ও Slab এর Deflection গ্রহণযোগ্য লিমিটের মধ্যে আছে কিনা সেটা দেখব।
এইখানে
আমাদের কান্টিলিভার অংশের দিকের কলাম গুলোর আকার বেশি (12 x 20, 12 x 18)। বাকি
কলাম গুলা 12 x
12 .
Beam
size 12 x 15 নেওয়া
হয়েছে। Slab 5
Inch.
· এই information assume করে BNBC এর পদ্ধতি অনুসারে Analysis করলে নিচের ফলাফল পাওয়া গিয়েছে.
* * মোটামুটি Section
গুলো all ok.
· * Building irregularity Check Ok।
অর্থাৎ Structurally এই ক্ষেত্রে কোন সমস্যা নেই ।
এখন দেখি serviceability ঠিক আছে কিনা। এক্ষেত্রে serviceability চেক করার জন্য আমরা Deflection check করব।
Beam Section 12 x 15 এর জন্য দুইটা কান্টিলিবার বিম এর জন্য Deflection পাওয়া গিয়েছে 0.49 in & 0.498 in .
কিন্তু BNBC অনুসারে ক্যান্টিলিভার বিম 9.58 ft & 11 ft এর
জন্য Deflection 0.47 & 0.55 . তাই ।beam
section বাড়ালে বিম ওকে হবে।
এটি দেওয়ার
ক্ষেত্রে ডিজাইনার মুলত দুইটি চিন্তা ভাবনা করেছে
·
কান্টিলিভার মেইন বিম দুটিকে সাপোর্ট দেওয়্বা
·
স্লাব এর Deflection কমানো
ফলাফলঃ
·
Beam এর Deflection কমাচ্ছে।
·
Beam er RF কমিয়ে
দিচ্ছে বা Beam কে Support দিচ্ছে।
উপসংহার
পরিশেষে বলা
যে ছবিতে যেভাবে দেওয়া আছে সেভাবেও বিল্ডিং ডিজাইন করা যাবে । তবে প্রপার ডিজাইনার
দিয়ে করালে বুঝে সমস্যার সমাধান করবে । অন্যথায় সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে।
আপনাদের
কাছে Structurally
Challenging মনে হয় এমন
কোন Structure দেখলে আমাকে ছবি তুলে পাঠান । চেস্টা করব সমস্যার বিশ্লেষণ করার জন্য।
ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুনঃ Click
তাত্ত্বিক আলোচনা
উত্তরমুছুন