এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

Earthquake Resisting Steel properties

ভূমিকম্প সহনশীল ষ্টীলের গুনাগুণ


Construction মাইল্ড ষ্টীল ছয়টি Properties দ্বারা বিবেচনা করা হয়
01.   Unit Weight
02.   Yield Strength
03.   Ultimate Strength
04.   Elongation
05.   Bend Test
06.   Deformation Measurement

Unit Weight
1 মিটার দৈঘ্যের একটি রডের একক ওজন
Yield Strength
ইল্ড স্ট্রেন্থ মুলত রডে যে টান শক্তির কারনে প্রসারন শুরু হয় 
Ultimate Strength
রড ভাঙ্গার পূর্বমুহূর্ত পর্যন্ত যে শক্তি ভন করতে পারে
Elongation
টান শক্তি প্রয়োগের ফলে রড ভাঙ্গার পূর্বমুহূর্ত পর্যন্ত যে পরিমান লম্বা হতে পারে
Bend Test
রড না ভেঙ্গে কত বলে বাকা হয়
Deformation Measurement
রডের সেকশনের আকারের পরিবর্তনের পরিমাণ


এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুন হল Ultimate StrengthYield Strength এর রেশিও ।

Ultimate Strength/ Yield Strength > 1.25

অর্থাৎ কোন রড কে তখনই ভুমিকম্প সহনশীল রড বলা যাবে যখন Ultimate Strength, Yield Strength এর তুলনায় কমপক্ষে ২৫% বেশি হবে।  

বাজারে অনেকে রডকে ভুমিকম্প প্রতিরোধক রড বলে এর Cyclic load নেওয়ার ক্ষমতার মাধ্যমে । এই কথাটি মোটেও সঠিক না। ভুমিকম্প প্রতিরোধের সাথে Cyclic load এর সম্পর্ক নেই ।
আরেকটি কথা অনেক সময় বিজ্ঞাপনে ব্যবহার করা হয় সেটি হল Fatigue. Fatigue ষ্টীলের কোয়ালিটি নির্ণয়ে ব্যবহার করা হয়। আশার কথা হল প্রায় সবগুলো স্টিলই Fatigue গুন সম্পন্ন। তবে Fatigue এর সাথে ভুমিকম্প সহনশীলতার কোন সম্পর্ক নেই। এটি ষ্টীল ব্রীজ ডিজাইনে ও কন্সট্রাকশনে ব্যবহৃত ষ্টীলের ক্ষেত্রে অধিক গুরুত্তপূর্ণ। বিল্ডিং মাইল্ড ষ্টীলের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ নয়। 

তাই আমরা ইঞ্জিনিয়াররা দ্বিধান্বিত হব না । সঠিক ভাবে সব কিছু যাচাই করে Client কে পরামর্শ দেব।   

This article is adopted form the below link article which title isUse of mild steel rebar in seismic design on RC buildings)

Writer
Dr. Khan Mahmud Amanat
Professor,Department of Civil Engineering
Bangladesh University of Engineering & Technology (BUET)
 মুল লেখা ঃ এখানে ক্লিক করুন 


ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুনঃ Click  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন