Retaining Wall
আমরা কন্সট্রাকশন কাজে পাহাড়ের ঢাল, ঢালু জমিতে,পুকুরের পার,
ম্যাট ভিত্তি নির্মাণ যখন করি অনেক সময় ঢালের সয়েল আটকে রাখতে স্থায়ী অথবা অস্থায়ী
ভাবে কিছু স্ট্রাকচার নির্মাণ করি যা সেই সয়েলকে আটকে রাখে। এই ধরনের Structure আমরা Retaining wall নামে চিনি।
আজকে কথা বলব এই Retaining Wall নিয়েই।
প্রথমেই Retaining Wall এর সংজ্ঞা বুঝে নেই
Retaining wall (British
English): a wall constructed to hold
back earth, loose rock, etc. অর্থাৎ Retaining wall বলতে এমন একটি ওয়ালকে বুঝায় যা সয়েল এবং আলগা পাথর ধরে রাখে। এটাকে revetment নামেও ডাকা হয় ।
Retaining wall (American
English) a wall built to keep a bank of earth from sliding
or water from flooding। অর্থাৎ Retaining Wall বলতে সয়েলের স্লাইডিং এবং
পানির নির্মাণ এলাকায় প্রবেশ প্রতিরোধ করতে যে ওয়াল নির্মাণ করা হয়।
তাই বলা যায় সয়েল, আলগা পাথর, পানি
বা অন্যন্য ফ্লুইড ধরে রাখতে এই ধরনের স্ট্রাকচার নির্মাণ করা হয় ।
রিটেইনিং ওয়াল শুধু রাস্তার ঢালেই
ব্যবহার করা হয় না । অন্যন্য অনেক জায়গায় ব্যবহার করা হয় । যেমন
- পাহাড়ের ঢাল
- রাস্তার ঢাল
- ব্রিজের অ্যাবারটমেন্ট
- ফ্লাই ওভার ও রাস্তার সংযোগস্থলে
- আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার
- ওভার হেড ওয়াটার রিজার্ভার
- ফুয়েল স্টেশন এর আন্ডার গ্রাউন্ড ফুয়েল রিজার্ভার
- বেজমেন্ট ওয়াল
- সেপ্টিক ট্যাঙ্কের ওয়াল
- পুকুর পাড়/ নদীর পাড়
- সুইমিং পুলের ওয়াল
- ম্যাট ফাউন্ডেশন কাজে মাটি খনন করতে
- পরিখা খনন কাজে
পাহাড়ের ঢাল ও রাস্তার ঢাল |
ব্রিজের অ্যাবারটমেন্ট, ফ্লাই ওভার ও রাস্তার সংযোগস্থলে
আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার
ওভার হেড ওয়াটার রিজার্ভার
ফুয়েল স্টেশন এর আন্ডার গ্রাউন্ড
ফুয়েল রিজার্ভার
বেজমেন্ট ওয়াল
সেপ্টিক ট্যাঙ্কের ওয়াল
পুকুর পাড়/ নদীর পাড়
আমার সম্বন্ধে জানতে উপরে About me , Academic , Co-curriculum এ Click করুন । আমাকে
Social Media তে Follow করতে
হলে এখানে লিংক এ Click করুন ।
ধন্যবাদ
উত্তরমুছুন