এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

Real Life example of Adaptation of Retaining Wall in Bangladesh

Real-Life Example of Adaptation of Retaining Wall in Bangladesh


বর্তমানে বাংলাদেশে বাউন্ডারি ওয়াল, নদী এবং পুকুরের পাড় হিসাবে এক ধরনের রিটেইনিং ওয়াল হিসাবে ব্যবহার করা হচ্ছে। যেসব এলাকা ঢালু ছিল বা খাল ছিল সেগুলো ভরাট করে কোন কন্সট্রাকশন করা হয় তখন এর চারপাশের উঁচু মাটি আস্তে আস্তে ধসে যাওয়া প্রতিরোধ করতে এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। এটি তখন একই সাথে বাউন্ডারি ওয়াল ও রিটেইনিং ওয়াল হিসাবে কাজ করে । তাছাড়া পুকুর বা পাড় বাধতেও এটি ব্যবহার করা হয়।



যেখানে ওয়ালের উচ্চতা কম এবং Backfill এর উপর অতিরিক্ত সারচার্জ লোড নেই সেখানে এই ধরনের স্ট্রাকচার করা সুবিধা জনক ।
Retaining frame wall স্ট্রাকচার হিসাবে মোটামুটি Counterfort Retaining Wall এর অনুরূপBackfill এর দিকে Anchor Structure থাকতে পারে আবার Back Fill এর বিপরীতে Support Structure হিসাবেও থাকতে পারে।





Counterfort concrete Retaining Wall স্ট্রাকচারে যেভাবে লোড কাজ করে এখানেও লোড কাউন্টার করে অনুরুপ ভাবেই এই স্টাকচার ডিজাইন করা হয় । আগত পার্শ্ব চাপ সমূহ Frame Structure carry করে Foundation এর মাধ্যমে Soil Transport করে। আর Frame এর মাঝের ইটের দেওয়াল কোন প্রকার লোড বহন করে না ধরে নেওয়া হয় ।  





Retaining frame wall ব্যবহারের সুবিধাঃ
·        * একই উচ্চতায় কংক্রিটের ওয়ালের তুলনায় ম্যাটেরিয়াল খরচ, ফরম ওয়ার্ক খরচ , নির্মাণ খরচ কম হয়। সেক্ষেত্রে * * সার্বিক খরচ কমে যায় ।
·        * নির্মাণ সময় কম ।
·        * নির্মাণ পদ্ধতি সহজ ।
·       *  বাংলাদেশের ভূপৃষ্ঠের বেশির গঠন সমতল। তাই বাংলাদেশের জন্য কম উচ্চতার এই ওয়াল সিস্টেম বিশেষ ভাবে     উপযুক্ত ।

ডিজাইন ফিলসফি
·        * Active Soil Pressure & Passive Soil Pressure এখানে main Load.
·       *  Non Load Bearing Brick Wall এখানে ব্যবহার করা হয় ।
·        * Surcharge Load এর Effect এখানে Count করা হয় ।
·        * Foundation Bearing Capacity এখানে ভাল ভাবে নির্ণয় করতে হয়।
·        * Backfill এর উচ্চতার উপরে Counterfort অংশের উচ্চতা ও ঘনত্ব নির্ভর করে ভিন্ন ভিন্ন উচ্চতায় Frame     Structure পরিবর্তন হয়।
Etabs Model of the Frame

3D Model of the Frame

Footing Stress of Etabs Model 

Footing Stress 

Frame Design 



Full Project Model: DUET NEW  Campus Boundary Wall Project 

Full Project Model: only boundary Wall portion 

Full Project Model: boundary Retaining  Wall portion


আমার সম্বন্ধে জানতে উপরে About me , Academic , Co-curriculum Click করুন । আমাকে  Social Media তে Follow করতে হলে এখানে লিংক এ Click করুন ।




রবিবার, ৭ জুন, ২০২০

Design Philosophy Of Retaining Wall



Design Philosophy Of Retaining Wall





তাহলে কার্যকারিতা অনুসারে মোটামুটি ভাবে বলা যায় রিটেইনিং ওয়াল প্রধানত ৪ প্রকার
Gravity Retaining Wall
Cantilever Retaining Wall
Anchored Retaining Wall
Piled Retaining Wall
আবার ম্যাটেরিয়াল অনুসারে রিটেইনিং ওয়ালকে কাঠের , ম্যাসনারি, কংক্রিটের, ষ্টীলের , জিওটেক্সটাইল ইত্যাদিতে ভাগ করা যায়।
আমরা কোন প্রকার ব্যবহার করব সেটি মুলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে
০১. ওয়ালের উচ্চতা
০২. ব্যাকফিলের ম্যাটেরিয়াল
০৩. অর্থনৈতিক বিষয়
০৪. স্ট্রাকচারের গুরুত্ত
০৫. রিটেইনিং ওয়ালের উদ্দেশ্য


একই উচ্চতার বিভিন্ন রিটেইনিং ওয়াল  ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন ম্যাটেরিয়ালের খরচ বিভিন্ন হয় । এক্ষেত্রে  স্ট্রাকচারের গুরুত্ত, রিটেইনিং ওয়ালের উদ্দেশ্য, ব্যাকফিলের ম্যাটেরিয়াল ইত্যাদি বিবেচনায় রেখে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রকার নির্ণয় করা হয়।
পাহাড়ের ঢাল, রাস্তার ঢাল, ব্রিজের অ্যাবারটমেন্ট, ফ্লাই ওভার ও রাস্তার সংযোগস্থলে ইত্যাদি স্থানে স্ট্রাকচারের গুরুত্ত বেশি থাকে, রিটেইনিং ওয়ালের উদ্দেশ্য ব্যহত হলে ক্ষয় ক্ষতির পরিমান অধিক হয়। তাই এক্ষেত্রে সবাধিক গুরুত্ত দেওয়া হয় নির্মাণের ম্যাটেরিয়াল ,পদ্ধতি সবকিছুই।
আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভার হেড ওয়াটার রিজার্ভার, ফুয়েল স্টেশন এর আন্ডার গ্রাউন্ড ফুয়েল রিজার্ভার , বেজমেন্ট ওয়াল, সেপ্টিক ট্যাঙ্ক, সুইমিং পুলের ওয়াল ইত্যাদি নির্মাণের উদ্দেশ্য হল বাইরে থেকে ওয়ালের পার্শ্ব চাপ প্রতিরোধ করা । এর পাশাপাশি আরেকটি গুরুত্ত পূর্ণ বিষয় হল ভিতরে ফ্লুইড বাইরে বা বাইরের ফ্লুইড ভিতরে প্রবেশ করতে না পারে। এসব ক্ষেত্রে কংক্রিট স্ট্রাকচার সবচেয়ে বেশি ব্যবহার হয় । ম্যাসনারি ওয়াল ব্যবহারে এর সমআয়তন পেতে অধিক বড় স্ট্রাকচার নির্মাণ করতে হয় । কংক্রিট ব্যবহারের ক্ষেত্রে স্ট্রাকচারের আয়তন কম হয়। তবে স্টিলের সীটও অনেক সময় ব্যবহার করা হয়।
পুকুর পাড়, নদীর পাড়, রাস্তার পাড়, বাউন্ডারি ওয়াল  ইত্যাদি ক্ষেত্রে ম্যাটেরিয়াল হিসাবে কাঠের পাইল , ষ্টীলের শীট, কংক্রিটের পাইল, কংক্রিট কান্টিলিভার রিটেইনিং ওয়াল, ম্যাশনারি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়। রিটেইনিং ওয়ালের উচ্চতার উপরে এর প্রকারভেদ নির্বাচন করা হয়। উচ্চতা বেশি হলে Piled Retaining Wall ব্যবহার করা হয়  উচ্চতা মাঝারি হলে কংক্রিট বা ম্যাশনারি ব্যবহার করা হয় 
ম্যাট ফাউন্ডেশন কাজে মাটি খনন করতে,পরিখা খনন কাজে  অধিক গভীরতা প্রয়োজন হয় সেক্ষেত্রে পাইল ব্যবহার করা অধিক সুবিধা জনক শোর পাইল, শীট পাইল এক্ষেত্রে ব্যবহার করে কন্সট্রাকশন কাজ করা হয়


আমার সম্বন্ধে জানতে উপরে About me , Academic , Co-curriculum  Click করুন । আমাকে  Social Media তে Follow করতে হলে এখানে লিংক এ Click করুন । 

শুক্রবার, ৫ জুন, ২০২০

Types OF Retaining Wall Based On Working Philosophy





Types OF Retaining Wall Based On Working Philosophy





Retaining wall কিভাবে কাজ করে বা কিভাবে এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করে তার বৈশিষ্ট্য অনুসারে রিটেইনিং ওয়াল কে শ্রেণীবিভাগ করা যায়। আমরা সবাই এ সম্বন্ধে অবগত । তারপরেও আমরা মিলিয়ে নেই।

1.    Gravity Retaining Wall
-   Crib Retaining Wall
-   Gabion Retaining Walls
2.    Cantilever Retaining Wall
3.    Counter-fort / Buttressed Retaining Wall
4.    Anchored Retaining Wall
5.    Piled Retaining Wall
6.    Mechanically Stabilized Earth (MSE) Retaining wall


Gravity Retaining Wall

Gravity retaining wall মাটির পার্শ্ব ক্রিয়া প্রতিরোধ করার জন্য নিজস্ব ওজনের উপরে নির্ভর করে। সাধারণত এই ধরনের ওয়াল আকারে অনেক বড় হয় কারন তাতে বেশি নিজস্ব ওজন পাওয়া যায় যার মাধ্যমে মাটির পার্শ্ব ক্রিয়া প্রতিরোধ করতে সুবিধা হয়। Sliding, overturning, and bearing forces গুলো ডিজাইন করার সময় consider করা হয়।


এটির নির্মাণে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যেমন পাথর,ম্যাসনারি, কংক্রিট ইত্যাদি ব্যবহার করা হয়। তবে মনে রাখতে হবে ৩ মিটারের মধ্যের উচ্চতার ক্ষেত্রে এটি অর্থনৈতিক ভাবে লাভজনক।



Backfill এর মাটি Retaining wall কে Active Earth pressure হরিজন্টাল Thrust দেয় । এর ফলে Retaining wall এ ওভারটারনিং বল ও স্লাইডিং বল কাজ করে । ওভারটারনিং বল কারনে Retaining wall উল্টে গিয়ে ফেইল করতে চায় আর স্লাইডিং



বলের কারনে আনুভমিক ভাবে Retaining wall সরে গিয়ে ফেইল করতে চায়। গ্রাভিটি Retaining wall এ স্লেফ ওয়েট এই সকল বল প্রতিরোধ করে। Self-weight & Passive earth pressure এক সাথে কাজ করে আগত বল সমূহ কে প্রতিরোধ করে। তাই এটি ডিজাইন এর সময় দেখতে হবে Backfill এর মাটি কত টুকু আছে । অর্থাৎ Retaining wall এর উচ্চতা বেশি হলে Backfill এর মাটি বেশি হবে। মাটি বেশি হলে Active Earth pressure বেশি হবে । সবার আগে Active Earth pressure নির্ণয় করতে হবে । এর পরে এটি বের করতে হবে যে কত সেলফ ওয়েট হলে এই বল প্রতিরোধ করা যায়। তার পরের ধাপ হল কি সাইজ হলে প্রয়োজনীয় সেলফ ওয়েট পাওয়া যাবে।

Crib Retaining Wall



Crib retaining walls এক ধরনের gravity wall. এই ওয়াল নির্মাণ করা হয় প্রিকাস্ট বক্স অথবা কাঠের বক্সের পরস্পর interlocking এর মাধ্যমে। এর পরে এই বক্স গুলো গ্রাভেল পাথর দিয়ে পূর্ণ করা হয় যাতে ভিতরের পানি বের হয়ে যেতে পারে। তবে এই ধরনের স্ট্রাকচার যেখানে plant  এর জন্য উপযোগী সেখানে ব্যবহার করা হয় কিন্তু slope এলাকায় support  দেওয়ার জন্য ব্যবহার করা হয় না।




Gabion Retaining Walls


Gabion retaining wall হল তারের জালি দিয়ে বানানো আয়াতাকার বাক্স যা বিভিন্ন প্রকার পাথর কুচি বা সমগুন সম্পন্ন পদার্থ দিয়ে পূর্ণ এবং কয়েক স্তরের হয়ে থাকে। ক্ষয় নিয়ন্ত্রন করা হয় এমন স্থাপনায় এটি ব্যবহার করা হয় । এটি খাড়া ঢালের ক্ষেত্রেও বেশি ব্যবহার করা হয়।




Cantilever Retaining Wall

Cantilever retaining wall হল স্টিম এবং বেইজ স্লাবের সমন্বয়ে গঠিত। এটি reinforced concrete থেকে নির্মাণ করা হয় । সবচেয়ে বেশি প্রচলিত retaining wall বেইজ স্লাবের ব্যাক ফিলের দিকের অংশ হিল নামে এবং অপর দিকের অংশ টো নামে পরিচিত। Cantilever retaining wall উচ্চতা 10 মিটারের মধ্যে থাকলে অর্থনৈতিক দিক দিয়ে তা সাশ্রয়ী। গ্রাভিটি রিটেইনিং ওয়াল ক্ষেত্রে যতটুকু কংক্রিট লাগে এটিতে তার চেয়ে অনেক কম প্রয়োজন হয়।





Cantilever Retaining wall Stem এর টেনশন বল এই সকল বল প্রতিরোধ করে। Backfill এর মাটি এবং Retaining wall এর Self-weight & Passive earth pressureStem এর টেনশন বল  এক সাথে কাজ করে আগত বল সমূহ কে প্রতিরোধ করে। তাই এটি ডিজাইন এর সময় দেখতে হবে Backfill এর মাটি কত টুকু আছে । অর্থাৎ Retaining wall এর উচ্চতা বেশি হলে Backfill এর মাটি বেশি হবে। মাটি বেশি হলে Active Earth pressure বেশি হবে । সবার আগে Active Earth pressure নির্ণয় করতে হবে । এর পরে Backfill Retaining wall এর Self-weight বের করে Active Earth pressure থেকে বাদ দিতে হবে । বাদ দেওয়ার পরে কত বল বাকি থাকে সেই বল দিয়ে Stem ডিজাইন করতে হবে। স্লাইডিং প্রতিরোধ করতে Passive earth pressure এর পাশাপাশি Cantilever Retaining wall এর বটমে “কী” অংশ ব্যবহার করা যেতে পারে।



Counter-fort / Buttressed Retaining Wall

এটি মুলত cantilever retaining wall কিন্তু এর সাথে কাউন্টার ফোরট অংশ থাকে। সাধারণত wall এর উচ্চতা বেশি  হলে Stem  এর টেনশন বেরে যায় । সেক্ষেত্রে cantilever retaining wall  এর Backfill  এর দিকে Counter fort অংশ ব্যবহার করে অ্যাংকর করা হয়। যাতে Stem সাপোর্ট পায়। Counter fort অংশের মাঝের দূরত্ব Counter fort এর উচ্চতার অর্ধেক হয় সাধারণত।  Counter-fort wall  এর উচ্চতা 8-12m এর মধ্যে হলে অর্থনৈতিক ভাবে সাশ্রয়ী হয়।  Backfill এর বিপরীতে ওয়াল ব্যবহার করলে সেক্ষেত্রে  Buttressed ওয়াল নামে ডাকা হয় ।  





Anchored Retaining Wall

এই ধরনের স্ট্রাকচার তখন ই নির্মাণ করা হয় যখন অল্প জায়গা থাকে বা সরু ওয়াল নির্মাণের প্রয়োজন পরে। Anchored retaining wall পাথরের চাইতে আলগা মাটিতে বেশি কার্যকর। কেবল রড বা তার ওয়ালের একদিকে ব্যাকফিলের গভীরে ঢুকিয়ে দেওয়া হয় এবং অপরদিকে ভালভাবে কংক্রিটের সাথে ঢুকিয়ে দেওয়া হয় ।Anchors (tiebacks) ওভারটারনিং এবং স্লাইডিং প্রেশার প্রতিরোধ করে।







 Piled Retaining Wall

পাইল রিটেইনিং ওয়াল এর ক্ষেত্রে ড্রাইভিং অথবা কাস্ট ইন সি টু পাইল ব্যবহার করা হয়। .পাইলকে সম্ভাব্য গভীরতায় স্থাপন করা হয় যাতে পার্শ্ব চাপ প্রতিরোধ করতে পারে। এটি স্থায়ী বা অস্থায়ী দুই ভাবেই ব্যবহার করা হয় । অধিক গভীরতার ক্ষেত্রে এটি সহজেই ব্যবহার করা যায়Sheet pile retaining wall এর ক্ষেত্রে উচ্চতা 6m এর মধ্যে অর্থনৈতিক ভাবে সাশ্রয়ী।




 

Mechanically Stabilized Earth (MSE) Retaining wall

সব গুলো পদ্ধতির মধ্যে এটি সবচেয়ে বেশি ইকোনমিকাল এবং সবচেয়ে বহুল প্রচারিত। সয়েল কে প্রথমে মেকানিকালি ইস্টাবিলাইসড করে রেইনফোরসড করা হয়। এটার ডিজাইন ফিলসফি হচ্ছে সয়েল কে স্টাবিলাইজড করা হয় যাতে সয়েল নিজে নিজে স্টাবল অবস্থায় থাকে বা কোন ভাবে ধসে না পড়ে। ব্যাকফিলের সয়েলে এমন অবস্থার সৃষ্টি করা হয় যাতে কম পরিমানে পার্শ্ব চাপের সৃষ্টি হয়।





বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

Application of Retaining Wall


Retaining Wall 



আমরা কন্সট্রাকশন  কাজে পাহাড়ের ঢাল, ঢালু জমিতে,পুকুরের পার, ম্যাট ভিত্তি নির্মাণ যখন করি অনেক সময় ঢালের সয়েল আটকে রাখতে স্থায়ী অথবা অস্থায়ী ভাবে কিছু স্ট্রাকচার নির্মাণ করি যা সেই সয়েলকে আটকে রাখে। এই ধরনের Structure আমরা Retaining wall নামে চিনি। আজকে কথা বলব এই Retaining Wall নিয়েই।
প্রথমেই Retaining Wall এর সংজ্ঞা বুঝে নেই
Retaining wall (British English): a wall constructed to hold back earth, loose rock, etc. অর্থাৎ Retaining wall বলতে এমন একটি ওয়ালকে বুঝায় যা সয়েল এবং আলগা পাথর ধরে রাখে। এটাকে revetment নামেও ডাকা হয় ।
Retaining wall (American English) a wall built to keep a bank of earth from sliding or water from floodingঅর্থাৎ Retaining Wall বলতে সয়েলের স্লাইডিং এবং পানির নির্মাণ এলাকায় প্রবেশ প্রতিরোধ করতে যে ওয়াল নির্মাণ করা হয়।
তাই বলা যায় সয়েল, আলগা পাথর, পানি বা অন্যন্য ফ্লুইড ধরে রাখতে এই ধরনের স্ট্রাকচার নির্মাণ করা হয় ।
রিটেইনিং ওয়াল শুধু রাস্তার ঢালেই ব্যবহার করা হয় না । অন্যন্য অনেক জায়গায় ব্যবহার করা হয় । যেমন

  1. পাহাড়ের ঢাল
  2. রাস্তার ঢাল
  3. ব্রিজের অ্যাবারটমেন্ট
  4. ফ্লাই ওভার ও রাস্তার সংযোগস্থলে
  5. আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার
  6. ওভার হেড ওয়াটার রিজার্ভার
  7. ফুয়েল স্টেশন এর আন্ডার গ্রাউন্ড ফুয়েল রিজার্ভার
  8. বেজমেন্ট ওয়াল
  9. সেপ্টিক ট্যাঙ্কের ওয়াল 
  10. পুকুর পাড়/  নদীর পাড়
  11. সুইমিং পুলের ওয়াল
  12. ম্যাট ফাউন্ডেশন কাজে মাটি খনন করতে
  13. পরিখা খনন কাজে

পাহাড়ের ঢাল ও রাস্তার ঢাল







ব্রিজের অ্যাবারটমেন্ট, ফ্লাই ওভার ও রাস্তার সংযোগস্থলে 




আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার




ওভার হেড ওয়াটার রিজার্ভার


ফুয়েল স্টেশন এর আন্ডার গ্রাউন্ড ফুয়েল রিজার্ভার 




বেজমেন্ট ওয়াল





সেপ্টিক ট্যাঙ্কের ওয়াল 








পুকুর পাড়/  নদীর পাড়




সুইমিং পুলের ওয়াল



পরিখা খনন কাজে




ম্যাট ফাউন্ডেশন এর নির্মাণ কাজে 




আমার সম্বন্ধে জানতে উপরে About me , Academic , Co-curriculum  Click করুন আমাকে  Social Media তে Follow করতে হলে এখানে লিংক এ Click করুন ।