এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

শুক্রবার, ৫ জুন, ২০২০

Types OF Retaining Wall Based On Working Philosophy





Types OF Retaining Wall Based On Working Philosophy





Retaining wall কিভাবে কাজ করে বা কিভাবে এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করে তার বৈশিষ্ট্য অনুসারে রিটেইনিং ওয়াল কে শ্রেণীবিভাগ করা যায়। আমরা সবাই এ সম্বন্ধে অবগত । তারপরেও আমরা মিলিয়ে নেই।

1.    Gravity Retaining Wall
-   Crib Retaining Wall
-   Gabion Retaining Walls
2.    Cantilever Retaining Wall
3.    Counter-fort / Buttressed Retaining Wall
4.    Anchored Retaining Wall
5.    Piled Retaining Wall
6.    Mechanically Stabilized Earth (MSE) Retaining wall


Gravity Retaining Wall

Gravity retaining wall মাটির পার্শ্ব ক্রিয়া প্রতিরোধ করার জন্য নিজস্ব ওজনের উপরে নির্ভর করে। সাধারণত এই ধরনের ওয়াল আকারে অনেক বড় হয় কারন তাতে বেশি নিজস্ব ওজন পাওয়া যায় যার মাধ্যমে মাটির পার্শ্ব ক্রিয়া প্রতিরোধ করতে সুবিধা হয়। Sliding, overturning, and bearing forces গুলো ডিজাইন করার সময় consider করা হয়।


এটির নির্মাণে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যেমন পাথর,ম্যাসনারি, কংক্রিট ইত্যাদি ব্যবহার করা হয়। তবে মনে রাখতে হবে ৩ মিটারের মধ্যের উচ্চতার ক্ষেত্রে এটি অর্থনৈতিক ভাবে লাভজনক।



Backfill এর মাটি Retaining wall কে Active Earth pressure হরিজন্টাল Thrust দেয় । এর ফলে Retaining wall এ ওভারটারনিং বল ও স্লাইডিং বল কাজ করে । ওভারটারনিং বল কারনে Retaining wall উল্টে গিয়ে ফেইল করতে চায় আর স্লাইডিং



বলের কারনে আনুভমিক ভাবে Retaining wall সরে গিয়ে ফেইল করতে চায়। গ্রাভিটি Retaining wall এ স্লেফ ওয়েট এই সকল বল প্রতিরোধ করে। Self-weight & Passive earth pressure এক সাথে কাজ করে আগত বল সমূহ কে প্রতিরোধ করে। তাই এটি ডিজাইন এর সময় দেখতে হবে Backfill এর মাটি কত টুকু আছে । অর্থাৎ Retaining wall এর উচ্চতা বেশি হলে Backfill এর মাটি বেশি হবে। মাটি বেশি হলে Active Earth pressure বেশি হবে । সবার আগে Active Earth pressure নির্ণয় করতে হবে । এর পরে এটি বের করতে হবে যে কত সেলফ ওয়েট হলে এই বল প্রতিরোধ করা যায়। তার পরের ধাপ হল কি সাইজ হলে প্রয়োজনীয় সেলফ ওয়েট পাওয়া যাবে।

Crib Retaining Wall



Crib retaining walls এক ধরনের gravity wall. এই ওয়াল নির্মাণ করা হয় প্রিকাস্ট বক্স অথবা কাঠের বক্সের পরস্পর interlocking এর মাধ্যমে। এর পরে এই বক্স গুলো গ্রাভেল পাথর দিয়ে পূর্ণ করা হয় যাতে ভিতরের পানি বের হয়ে যেতে পারে। তবে এই ধরনের স্ট্রাকচার যেখানে plant  এর জন্য উপযোগী সেখানে ব্যবহার করা হয় কিন্তু slope এলাকায় support  দেওয়ার জন্য ব্যবহার করা হয় না।




Gabion Retaining Walls


Gabion retaining wall হল তারের জালি দিয়ে বানানো আয়াতাকার বাক্স যা বিভিন্ন প্রকার পাথর কুচি বা সমগুন সম্পন্ন পদার্থ দিয়ে পূর্ণ এবং কয়েক স্তরের হয়ে থাকে। ক্ষয় নিয়ন্ত্রন করা হয় এমন স্থাপনায় এটি ব্যবহার করা হয় । এটি খাড়া ঢালের ক্ষেত্রেও বেশি ব্যবহার করা হয়।




Cantilever Retaining Wall

Cantilever retaining wall হল স্টিম এবং বেইজ স্লাবের সমন্বয়ে গঠিত। এটি reinforced concrete থেকে নির্মাণ করা হয় । সবচেয়ে বেশি প্রচলিত retaining wall বেইজ স্লাবের ব্যাক ফিলের দিকের অংশ হিল নামে এবং অপর দিকের অংশ টো নামে পরিচিত। Cantilever retaining wall উচ্চতা 10 মিটারের মধ্যে থাকলে অর্থনৈতিক দিক দিয়ে তা সাশ্রয়ী। গ্রাভিটি রিটেইনিং ওয়াল ক্ষেত্রে যতটুকু কংক্রিট লাগে এটিতে তার চেয়ে অনেক কম প্রয়োজন হয়।





Cantilever Retaining wall Stem এর টেনশন বল এই সকল বল প্রতিরোধ করে। Backfill এর মাটি এবং Retaining wall এর Self-weight & Passive earth pressureStem এর টেনশন বল  এক সাথে কাজ করে আগত বল সমূহ কে প্রতিরোধ করে। তাই এটি ডিজাইন এর সময় দেখতে হবে Backfill এর মাটি কত টুকু আছে । অর্থাৎ Retaining wall এর উচ্চতা বেশি হলে Backfill এর মাটি বেশি হবে। মাটি বেশি হলে Active Earth pressure বেশি হবে । সবার আগে Active Earth pressure নির্ণয় করতে হবে । এর পরে Backfill Retaining wall এর Self-weight বের করে Active Earth pressure থেকে বাদ দিতে হবে । বাদ দেওয়ার পরে কত বল বাকি থাকে সেই বল দিয়ে Stem ডিজাইন করতে হবে। স্লাইডিং প্রতিরোধ করতে Passive earth pressure এর পাশাপাশি Cantilever Retaining wall এর বটমে “কী” অংশ ব্যবহার করা যেতে পারে।



Counter-fort / Buttressed Retaining Wall

এটি মুলত cantilever retaining wall কিন্তু এর সাথে কাউন্টার ফোরট অংশ থাকে। সাধারণত wall এর উচ্চতা বেশি  হলে Stem  এর টেনশন বেরে যায় । সেক্ষেত্রে cantilever retaining wall  এর Backfill  এর দিকে Counter fort অংশ ব্যবহার করে অ্যাংকর করা হয়। যাতে Stem সাপোর্ট পায়। Counter fort অংশের মাঝের দূরত্ব Counter fort এর উচ্চতার অর্ধেক হয় সাধারণত।  Counter-fort wall  এর উচ্চতা 8-12m এর মধ্যে হলে অর্থনৈতিক ভাবে সাশ্রয়ী হয়।  Backfill এর বিপরীতে ওয়াল ব্যবহার করলে সেক্ষেত্রে  Buttressed ওয়াল নামে ডাকা হয় ।  





Anchored Retaining Wall

এই ধরনের স্ট্রাকচার তখন ই নির্মাণ করা হয় যখন অল্প জায়গা থাকে বা সরু ওয়াল নির্মাণের প্রয়োজন পরে। Anchored retaining wall পাথরের চাইতে আলগা মাটিতে বেশি কার্যকর। কেবল রড বা তার ওয়ালের একদিকে ব্যাকফিলের গভীরে ঢুকিয়ে দেওয়া হয় এবং অপরদিকে ভালভাবে কংক্রিটের সাথে ঢুকিয়ে দেওয়া হয় ।Anchors (tiebacks) ওভারটারনিং এবং স্লাইডিং প্রেশার প্রতিরোধ করে।







 Piled Retaining Wall

পাইল রিটেইনিং ওয়াল এর ক্ষেত্রে ড্রাইভিং অথবা কাস্ট ইন সি টু পাইল ব্যবহার করা হয়। .পাইলকে সম্ভাব্য গভীরতায় স্থাপন করা হয় যাতে পার্শ্ব চাপ প্রতিরোধ করতে পারে। এটি স্থায়ী বা অস্থায়ী দুই ভাবেই ব্যবহার করা হয় । অধিক গভীরতার ক্ষেত্রে এটি সহজেই ব্যবহার করা যায়Sheet pile retaining wall এর ক্ষেত্রে উচ্চতা 6m এর মধ্যে অর্থনৈতিক ভাবে সাশ্রয়ী।




 

Mechanically Stabilized Earth (MSE) Retaining wall

সব গুলো পদ্ধতির মধ্যে এটি সবচেয়ে বেশি ইকোনমিকাল এবং সবচেয়ে বহুল প্রচারিত। সয়েল কে প্রথমে মেকানিকালি ইস্টাবিলাইসড করে রেইনফোরসড করা হয়। এটার ডিজাইন ফিলসফি হচ্ছে সয়েল কে স্টাবিলাইজড করা হয় যাতে সয়েল নিজে নিজে স্টাবল অবস্থায় থাকে বা কোন ভাবে ধসে না পড়ে। ব্যাকফিলের সয়েলে এমন অবস্থার সৃষ্টি করা হয় যাতে কম পরিমানে পার্শ্ব চাপের সৃষ্টি হয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন