এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

Real Life example of Adaptation of Retaining Wall in Bangladesh

Real-Life Example of Adaptation of Retaining Wall in Bangladesh


বর্তমানে বাংলাদেশে বাউন্ডারি ওয়াল, নদী এবং পুকুরের পাড় হিসাবে এক ধরনের রিটেইনিং ওয়াল হিসাবে ব্যবহার করা হচ্ছে। যেসব এলাকা ঢালু ছিল বা খাল ছিল সেগুলো ভরাট করে কোন কন্সট্রাকশন করা হয় তখন এর চারপাশের উঁচু মাটি আস্তে আস্তে ধসে যাওয়া প্রতিরোধ করতে এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। এটি তখন একই সাথে বাউন্ডারি ওয়াল ও রিটেইনিং ওয়াল হিসাবে কাজ করে । তাছাড়া পুকুর বা পাড় বাধতেও এটি ব্যবহার করা হয়।



যেখানে ওয়ালের উচ্চতা কম এবং Backfill এর উপর অতিরিক্ত সারচার্জ লোড নেই সেখানে এই ধরনের স্ট্রাকচার করা সুবিধা জনক ।
Retaining frame wall স্ট্রাকচার হিসাবে মোটামুটি Counterfort Retaining Wall এর অনুরূপBackfill এর দিকে Anchor Structure থাকতে পারে আবার Back Fill এর বিপরীতে Support Structure হিসাবেও থাকতে পারে।





Counterfort concrete Retaining Wall স্ট্রাকচারে যেভাবে লোড কাজ করে এখানেও লোড কাউন্টার করে অনুরুপ ভাবেই এই স্টাকচার ডিজাইন করা হয় । আগত পার্শ্ব চাপ সমূহ Frame Structure carry করে Foundation এর মাধ্যমে Soil Transport করে। আর Frame এর মাঝের ইটের দেওয়াল কোন প্রকার লোড বহন করে না ধরে নেওয়া হয় ।  





Retaining frame wall ব্যবহারের সুবিধাঃ
·        * একই উচ্চতায় কংক্রিটের ওয়ালের তুলনায় ম্যাটেরিয়াল খরচ, ফরম ওয়ার্ক খরচ , নির্মাণ খরচ কম হয়। সেক্ষেত্রে * * সার্বিক খরচ কমে যায় ।
·        * নির্মাণ সময় কম ।
·        * নির্মাণ পদ্ধতি সহজ ।
·       *  বাংলাদেশের ভূপৃষ্ঠের বেশির গঠন সমতল। তাই বাংলাদেশের জন্য কম উচ্চতার এই ওয়াল সিস্টেম বিশেষ ভাবে     উপযুক্ত ।

ডিজাইন ফিলসফি
·        * Active Soil Pressure & Passive Soil Pressure এখানে main Load.
·       *  Non Load Bearing Brick Wall এখানে ব্যবহার করা হয় ।
·        * Surcharge Load এর Effect এখানে Count করা হয় ।
·        * Foundation Bearing Capacity এখানে ভাল ভাবে নির্ণয় করতে হয়।
·        * Backfill এর উচ্চতার উপরে Counterfort অংশের উচ্চতা ও ঘনত্ব নির্ভর করে ভিন্ন ভিন্ন উচ্চতায় Frame     Structure পরিবর্তন হয়।
Etabs Model of the Frame

3D Model of the Frame

Footing Stress of Etabs Model 

Footing Stress 

Frame Design 



Full Project Model: DUET NEW  Campus Boundary Wall Project 

Full Project Model: only boundary Wall portion 

Full Project Model: boundary Retaining  Wall portion


আমার সম্বন্ধে জানতে উপরে About me , Academic , Co-curriculum Click করুন । আমাকে  Social Media তে Follow করতে হলে এখানে লিংক এ Click করুন ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন