এই ব্লগটি সন্ধান করুন

Mozammel Hoque Momin

Mozammel Hoque Momin

রবিবার, ৭ জুন, ২০২০

Design Philosophy Of Retaining Wall



Design Philosophy Of Retaining Wall





তাহলে কার্যকারিতা অনুসারে মোটামুটি ভাবে বলা যায় রিটেইনিং ওয়াল প্রধানত ৪ প্রকার
Gravity Retaining Wall
Cantilever Retaining Wall
Anchored Retaining Wall
Piled Retaining Wall
আবার ম্যাটেরিয়াল অনুসারে রিটেইনিং ওয়ালকে কাঠের , ম্যাসনারি, কংক্রিটের, ষ্টীলের , জিওটেক্সটাইল ইত্যাদিতে ভাগ করা যায়।
আমরা কোন প্রকার ব্যবহার করব সেটি মুলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে
০১. ওয়ালের উচ্চতা
০২. ব্যাকফিলের ম্যাটেরিয়াল
০৩. অর্থনৈতিক বিষয়
০৪. স্ট্রাকচারের গুরুত্ত
০৫. রিটেইনিং ওয়ালের উদ্দেশ্য


একই উচ্চতার বিভিন্ন রিটেইনিং ওয়াল  ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন ম্যাটেরিয়ালের খরচ বিভিন্ন হয় । এক্ষেত্রে  স্ট্রাকচারের গুরুত্ত, রিটেইনিং ওয়ালের উদ্দেশ্য, ব্যাকফিলের ম্যাটেরিয়াল ইত্যাদি বিবেচনায় রেখে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রকার নির্ণয় করা হয়।
পাহাড়ের ঢাল, রাস্তার ঢাল, ব্রিজের অ্যাবারটমেন্ট, ফ্লাই ওভার ও রাস্তার সংযোগস্থলে ইত্যাদি স্থানে স্ট্রাকচারের গুরুত্ত বেশি থাকে, রিটেইনিং ওয়ালের উদ্দেশ্য ব্যহত হলে ক্ষয় ক্ষতির পরিমান অধিক হয়। তাই এক্ষেত্রে সবাধিক গুরুত্ত দেওয়া হয় নির্মাণের ম্যাটেরিয়াল ,পদ্ধতি সবকিছুই।
আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভার হেড ওয়াটার রিজার্ভার, ফুয়েল স্টেশন এর আন্ডার গ্রাউন্ড ফুয়েল রিজার্ভার , বেজমেন্ট ওয়াল, সেপ্টিক ট্যাঙ্ক, সুইমিং পুলের ওয়াল ইত্যাদি নির্মাণের উদ্দেশ্য হল বাইরে থেকে ওয়ালের পার্শ্ব চাপ প্রতিরোধ করা । এর পাশাপাশি আরেকটি গুরুত্ত পূর্ণ বিষয় হল ভিতরে ফ্লুইড বাইরে বা বাইরের ফ্লুইড ভিতরে প্রবেশ করতে না পারে। এসব ক্ষেত্রে কংক্রিট স্ট্রাকচার সবচেয়ে বেশি ব্যবহার হয় । ম্যাসনারি ওয়াল ব্যবহারে এর সমআয়তন পেতে অধিক বড় স্ট্রাকচার নির্মাণ করতে হয় । কংক্রিট ব্যবহারের ক্ষেত্রে স্ট্রাকচারের আয়তন কম হয়। তবে স্টিলের সীটও অনেক সময় ব্যবহার করা হয়।
পুকুর পাড়, নদীর পাড়, রাস্তার পাড়, বাউন্ডারি ওয়াল  ইত্যাদি ক্ষেত্রে ম্যাটেরিয়াল হিসাবে কাঠের পাইল , ষ্টীলের শীট, কংক্রিটের পাইল, কংক্রিট কান্টিলিভার রিটেইনিং ওয়াল, ম্যাশনারি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়। রিটেইনিং ওয়ালের উচ্চতার উপরে এর প্রকারভেদ নির্বাচন করা হয়। উচ্চতা বেশি হলে Piled Retaining Wall ব্যবহার করা হয়  উচ্চতা মাঝারি হলে কংক্রিট বা ম্যাশনারি ব্যবহার করা হয় 
ম্যাট ফাউন্ডেশন কাজে মাটি খনন করতে,পরিখা খনন কাজে  অধিক গভীরতা প্রয়োজন হয় সেক্ষেত্রে পাইল ব্যবহার করা অধিক সুবিধা জনক শোর পাইল, শীট পাইল এক্ষেত্রে ব্যবহার করে কন্সট্রাকশন কাজ করা হয়


আমার সম্বন্ধে জানতে উপরে About me , Academic , Co-curriculum  Click করুন । আমাকে  Social Media তে Follow করতে হলে এখানে লিংক এ Click করুন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন